উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিস প্রতিটি উপজেলায় একটি করে এবং সিটিকর্পোরেশনের অধীনে একের অধিক রয়েছে। সিটিকর্পোরেশনের অধীন এসব কার্যালয়ের নাম থানা পরিবার পরিকল্পনা কার্য্যালয়। এ সকল অফিস পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে পরিচালিত হয়।
দপ্তরের প্রধানের পদবীঃ
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মেডিকেল অফিসার(এম,সি,এইচএফ-পি) যথাক্রমে এ দপ্তরের নন ক্লিনিক এবং ক্লিনিক সাইডের দপ্তর প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও এ দপ্তরে আরো দুজন কর্মকর্তা আছেন তাঁরা হলেন উপজেলা সহকারী পঃপঃকর্মকর্তা ও উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা।
কার্যক্রমঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃক মা, শিশুস্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা এবং সম্পৃক্ত বিষয়ে গৃহীত কার্য্যক্রম উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের মাধ্যমে পরিচালিত এবং বাস্তবায়িত হয় । তাছাড়া ও এ অফিস বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা অর্জনে সার্বিক কার্যক্রম গ্রহন করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী মাসিক অগ্রগতি পর্যবেক্ষন ও মনিটর করে থাকে। ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে পরিচালিত কার্যক্রম, ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে অবস্থিত সেবাকেন্দ্র সমূহ এবং নিয়োজিত কর্মীদের সুপারভিশন, সক্ষম দম্পতিদের জন্য জন্মনিরোধক ও অন্যান্য সামগ্রীর সরবরাহ নিশ্চিতকরা এ অফিসের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম। তদুপরি মাস শেষে বিভিন্ন রিপোর্ট প্রনয়ন ও প্রদানসহ বিবিধকাজ এ অফিস করে থাকে।
আওতাধীন অফিসঃ
উপজেলার অধীন প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/ ইউনিয়ন ক্লিনিক রয়েছে। ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আছে পরিবার কল্যাণ সহকারী(FWA), পঃপঃপরিদর্শক(FPI), পঃকঃপরিদর্শিকা(FWV), সাবএসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার(SACMO), মেডিকেল অফিসার(পঃকঃ)সহ অন্যান্য কর্মচারী ও কর্মকর্তা।
প্রাক্তন অফিস প্রধানদের নামের তালিকা:
ক্র.নং |
কর্মকর্তার নাম |
কার্যকাল
|
|
হইতে |
থেকে |
||
০১. |
জনাব মো: আনিছুর রহমান |
০৯-১০-১৯৮৯ |
১৫-০২-১৯৯২ |
০২. |
ডাঃ শাঈদা নাসরীণ |
১৬-০২-১৯৯২ |
১৬-০৪-১৯৯২ |
০৩. |
জনাব অজয় রতন বড়ুয়া |
১৬-০৪-১৯৯২ |
১০-০৪-১৯৯৪ |
০৪. |
জনাব বশীর আহমদ |
১০-০৪-১৯৯৪ |
১৪-০১-১৯৯৫ |
০৫. |
ডাঃ মোরশেদুল করিম চৌধুরী |
১৪-০১-১৯৯৫ |
১৬-০৮-১৯৯৫ |
০৬. |
জনাব এম.এম. এরশাদ |
১৬-০৮-১৯৯৫ |
১৭-০৭-২০০১ |
০৭. |
ডাঃ শামীমা হাসনাত |
১৮-০৭-২০০১ |
১৫-০৯-২০০১ |
০৮. |
জনাব ফারহানা রহমান |
১৬-০৯-২০০১ |
১৬-০১-২০০৩ |
০৯. |
ডাঃ শামীমা হাসনাত |
১৭-০১-২০০৩ |
০৫-০৩-২০০৩ |
১০. |
জনাব মোঃ আবদুর রহিম চৌধুরী |
০৬-০৩-২০০৩ |
২৫-১২-২০০৫ |
১১. |
ডাঃ শামীমা হাসনাত |
২৬-১২-২০০৫ |
১৮-০২-২০০৬ |
১২. |
জনাব মিজানুর রহমান খান |
১৯-০২-২০০৬ |
২৩-০১-২০০৭ |
১৩. |
জনাব মোঃ সাখাওয়াত হোসেন |
২৩-০১-২০০৭ |
১৮-১১-২০০৭ |
১৪. |
ডাঃ আবু তারেক ইকবাল |
১৮-১১-২০০৭ |
০৯-০১-২০০৮ |
১৫. |
অমূল্য মোহন দাশ |
০৯-০১-২০০৮ |
১৭-০১-২০১২ |
১৬. |
জনাব আজিজুল হক, অতিরিক্ত দায়িত্ব |
২৬-০১-২০১২ |
১৬-১০-২০১৪ |
১৭. |
জনাব মোঃ আবদুর রহিম চৌধুরী, অতিরিক্ত দায়িত্ব |
১৬-১০-২০১৪ |
০৫.০১.২০১৬ |
১৮. |
জনাব আনোয়ারুল আজিম, অতিরিক্ত দায়িত্ব |
০৫.০১.২০১৬ |
২১-০৫-২০১৭ |
১৯. |
জনাব আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন, বিসিএস (পরিবার পরিকল্পনা) |
২১-০৫-২০১৭ |
০৩-১০-২০১৯ |
২০. |
ডাঃ শ্যামলী দাশ, বিসিএস [(পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল)] |
০৩-১০-২০১৯ |
৩১-১০-২০২২ |
২১. |
ডাঃ শাহেদা আকতার, বিসিএস [(পরিবার পরিকল্পনা) কারিগরি (মেডিকেল)] |
৩১-১০-২০২২ |
১০-০৪-২০২৩ |
২২. |
জনাব বি ইউ এম আমানতগীর |
১০-০৪-২০২৩ |
২০-০৫-২০২৪ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস